শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবায় প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) ধূপইল বাজার শাখার অধীনে তমালতলা মোড় বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।
ব্যাংকের রাজশাহী অঞ্চলপ্রধান মোঃ রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান, ধূপইল বাজার শাখা ব্যবস্থাপক মোঃ নুর-ই-আলম সিদ্দিক, বাগাতিপাড়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাটোর সিটি কলেজের প্রভাষক মোঃ সাজিবুর রহমান সাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এজেন্ট ব্যাংকিং আউটলেটে নগদ জমা-উত্তোলন, অনলাইন ব্যাংকিং সেবা ও রেমিট্যান্স সেবাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.