সম্প্রতি প্রকাশিত টেলিগ্রাফ ট্রাভেল কর্তৃক পরিচালিত একটি সর্বব্যাপী ও পদ্ধতিগত জরিপের ফলাফলেবিশ্বের শীর্ষস্থানীয় ৯০টি এয়ারলাইনের মধ্যে এমিরেটস শীর্ষস্থান অধিকার করেছে।
৩০টির অধিক মানদন্ডের ভিত্তিতে র্যাংকিং এবং রেটিং নির্ধারিত হয়। এসকল মানদন্ডের মধ্যে ছিল- সময়ানুবর্তিতা, ব্যাগেজ এলাউন্স, রুট নেটওয়ার্ক, হোম এয়ারপোর্টের মান, উড়োজাহাজ বহরের বয়স, রিওয়ার্ড প্রোগ্রামের মূল্যমান, ফ্লাইটে পরিবেশিত খাবারের স্বাদ ইত্যাদি। ফলাফল নির্ধারণের ক্ষেত্রে ১৮টির অধিক স্বাধীন ও আন্তর্জাতিক পুরষ্কারের ডাটার রেফারেন্স, পাঠকদের ভোটিং, বিভিন্ন ওয়েবসাইটের রেটিং এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়েছে।
জরিপের ফলাফলে এমিরেটসকে একটি যোগ্য বিজয়ী হিসেবে উল্লেখ করে বলা হয়, এয়ারলাইনটি ব্যাগেজ এলাউন্স থেকে শুরু করে সময়ানুবর্তিতা, সকল ক্ষেত্রেই ভালো করেছে।
এই জরিপে ৯০টি এয়ারলাইন অন্তর্ভূক্ত ছিল। এক বছরে পরিবহণকৃত যাত্রীদের সংখ্যা বিবেচনায় এই এয়ারলাইনগুলোকে জরিপের আওতায় আনা হয়। বিভিন্ন মানদন্ডে প্রতিটি এয়ারলাইনের পারফর্মেন্স বিবেচনা করে ফলাফল নির্ধারিত হয়।
২০২৪ সালে এখন পর্যন্ত এমিরেটস আরও ১৯টি পুরষ্কার এবং স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে, স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস এ সাতটি পুরষ্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও অন্য যেসব এওয়ার্ড প্রোগ্রামে পুরষ্কৃত হয়েছে তার মধ্যে রয়েছে- প্যাক্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এওয়ার্ডস, বিজিনেস ট্রাভেলার মিডল ইস্ট এওয়ার্ডস, ওয়ার্ল্ড ট্রাভেল এওয়ার্ডস, ইন্টারন্যাশনাল লয়্যালটি এওয়ার্ডস, এয়ারলাইন রেটিংস ডট কম এয়ারলাইন এক্সিলেন্স এওয়ার্ডস।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.