আ.লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে বেধড়ক মারধর

আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত ১০-১৫ জন নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিল মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.