ইবিএল ও জেসিএক্স গৃহঋণ চুক্তি

ইবিএল ও জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের মধ্যে সম্প্রতি ঢাকায় একটি চুক্তি সই করা হয়েছে।

চুক্তির অধীনে জেসিএক্স ডেভেলপমেন্ট থেকে প্রপার্টি ক্রয়ে ক্রেতাদের গৃহঋণ সুবিধা দিবে ইবিএল।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং জেসিএক্সের পরিচালক এম. মুহিত হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, অ্যাসেট বিভাগ প্রধান মোঃ সালেকিন ইব্রাহিম; জেসিএক্স সিএসডি ও রেজিস্ট্রেশন বিভাগ প্রধান মোঃ রাকিব, বিক্রয় বিভাগ প্রধান মোহতাসিম রাকিন প্রমুখ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.