কে হচ্ছেন হামাসের নতুন প্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত জুলাইয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর দলটির প্রধান হয়ে ওঠা ইয়াহিয়া সিনওয়ারও এবার হত্যার শিকার হলেন।

তার মৃত্যুতে নেতৃত্বে শূণ্যতা তৈরি হয়েছে হামাস গোষ্ঠীতে।এ পরিস্থিতে নতুন করে যে বিষয়টি সামনে এসেছে তা হল: আগামী দিনে হামাসের নেতৃত্ব দেবেন কারা? এ তালিকায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম।

তারা হলেন—মোহম্মদ সিনওয়ার, খলিল আল-হায়া, খালেদ মেশাল, মাহমুদ আল-জহর, মোহাম্মদ শাবানা, মারওয়ান ঈসা ও রওহি মুশতাহা।

মোহাম্মদ সিনওয়ার হলেন নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই। হামাসের সশস্ত্র শাখার সবচেয়ে ঊর্ধ্বতন কমান্ডার তিনি। ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বরে তার জন্ম। তিনি জনসম্মুখে আসেন কমই এবং গণমাধ্যমেও কথা বলেন কম।
কিন্তু ইয়াহিয়া সিনওয়ারের মতোই মোহাম্মদ সিনওয়ারও ইসরায়েলের অন্যতম শীর্ষ টার্গেট। ইসরায়েলের ওয়ান্টেড তালিকায় আছেন তিনি। কয়েকবার ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে মোহাম্মদ সিনওয়ার বেঁচে গেছেন।
বিমান হামলা চালিয়ে এবং রাস্তার ধারে বোমা পেতে রেখে তাকে মারার চেষ্টা করেছিল ইসরায়েল। সবশেষ তাকে হত্যার চেষ্টা চলে ২০২১ সালে।

এছাড়া ইয়াহিয়া সিনওয়ারের উপ-প্রধান কর্মকর্তা ছিলেন খলিল আল-হায়া। সাম্প্রতিক সময়ে ইসমাইল হানিয়ার তদারকিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ইরানের রেভল্যুশনারী গার্ডের তথ্যমতে, হানিয়া যে বাসভবনে থাকার সময় তার ওপর ইসরায়েলের বোমা হামলা হয়েছিল, সেই একই জায়গায় ছিলেন খলিল আল-হায়া। তবে হামলা হওয়ার সময় তারা একই অ্যাপার্টমেন্টে ছিলেন না।

আলোচনায় থাকা অন্য নেতারাও হামাসের প্রতিরোধ আন্দোলনে ইসরায়েল দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.