যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ২০২৩ সালে হত্যা ষড়যন্ত্রের দায়ে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে মার্কিন সরকার। নিউইয়র্কের অ্যাটর্নি অফিস থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘ভাড়াটে হত্যাকারী’ ও ‘অর্থ পাচারকারী’ হিসেবে যাদবকে নথিভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) যাদবকে তাদের ‘ওয়ান্টেড’ পলাতক আসামিদের তালিকায় রেখেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এফবিআই পরিচালক ক্রিশ্চোফার রে যাদবকে ‘ভারতীয় সরকারী কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘নিউইয়র্কের মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যা ষড়যন্ত্রের দায়ে’ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এবছর একই মামলায় আরেক ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্রের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই যাদবের নাম পেয়েছে মার্কিন প্রশাসন।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যাদব এখন আর ভারত সরকারের হয়ে কাজ করছে না। যাদবকে নিয়ে চলমান তদন্তে ভারত সরকার এফবিআইকে সাহায্য করছে বলেও জানানো হয়।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.