মিরপুর টেস্টে সাকিবের জায়গায় মুরাদ

দুই দিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মিরপুর টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছে সাকিব আল হাসানের নাম। অথচ নিরাপত্তাঝুঁকি কারণে সাকিবের প্রথম টেস্ট খেলা হচ্ছে না।

সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিব নিজেই তাঁর দেশে না ফেরার কথা সংবাদমাধ্যমে জানান। কিন্তু এ ব্যাপারে এখনো বিসিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যে কারণে সাকিবকে নিয়ে ধোঁয়াশায় ছিল দক্ষিণ আফ্রিকানরাও।

ঢাকায় পা রাখার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় ও বিদেশি সংবাদমাধ্যমে সাকিবের ফেরা নিয়ে খবর দেখেছেন প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকা স্থানীয় কর্মকর্তাদের জিজ্ঞেস করে সাকিবের ব্যাপারে খবর জানতে চেয়ে এসেছেন। ‘সাকিবের নিয়ে আপডেট কী?’ , ‘সে কি আসবে দেশে?’—দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকা স্থানীয় কর্মকর্তাদের এসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

আজ অবশ্য সাকিবকে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর হয়ে যাওয়ার কথা। প্রোটিয়াদেরও তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার কথা। বিসিবি সাকিবের জায়গায় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে মিরপুর টেস্টের দলে নিয়েছে। ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের জন্য সাকিব যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকায় আসছিলেন। দুবাই থেকে তাঁর ঢাকার ফ্লাইট ছিল স্থানীয় সময় গতকাল বিকেলে, ঢাকায় পৌঁছানোর কথা ছিল রাতে। কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকেই সাকিবকে পরামর্শ দেওয়া হয়েছে, আপাতত দেশে না আসার জন্য।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.