নিষেধাজ্ঞা থাকা দেশগুলো থেকে আমদানির বিষয়ে সতর্কতা

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এমন সরবরাহকারী দেশ থেকে পণ্য আমদানির বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত সরবরাহকারী দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার শাখা ও তাদের সেন্ট্রাল ট্রেড প্রসেসিং ইউনিটকে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পরামর্শ দেওয়া যাচ্ছে।

এছাড়াও আমদানির আগে সরবরাহকারী দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আছে কি না, তা যাচাই করার অনুরোধ করা হয়েছে। কারণ, এসব দেশে লেনদেন বৈশ্বিক ব্যাংকগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডরিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন-সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট নীতিমালাতেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.