হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার গুঞ্জন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের সম্ভাবনা খুব বেশি বলে দাবী করছেন ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেছেন। খবর টাইমস অব ইসরায়েল।

সিনওয়ারের সম্ভাব্য মৃত্যুর বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, আমরা প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করব ও তাদের নির্মূল করব।

তিনি বাইবেলের লেবিটিকাস বই থেকে উদ্ধৃতি দিয়ে আরও বলেছেন, তোমরা তোমাদের শত্রুদের তাড়া করবে, আর তারা তোমাদের সামনে তরবারির আঘাতে পড়বে।

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের পোস্ট করা ছবিতে হামাসের সাবেক সামরিক প্রধান মুহাম্মদ দেইফ এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহের ছবির ওপর লাল ক্রস চিহ্ন দেওয়া ছিল। পাশাপাশি একটি তৃতীয় ছবি কালো রঙে আবৃত ছিল, যেটিতেও লাল ক্রস চিহ্ন ছিল। সম্ভবত সিনওয়ারকে ইঙ্গিত করে তিনি ছবিটি রেখেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী সামরিক সচিবকে নির্দেশ দিয়েছেন যে, আইডিএফ যেন গাজায় সাম্প্রতিক অভিযানে নিহত সন্ত্রাসীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। এছাড়া জিম্মিদের পরিবারকে জানিয়ে দিতে যে সেখানে জিম্মিদের ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি।

যুদ্ধের সময় বেশ কয়েকটি খবরে বলা হয়েছিল, সিনওয়ার নিজের সুরক্ষার জন্য ইসরায়েলি জিম্মিদের মধ্যে অবস্থান করছিলেন। এমনকি এই মাসের শুরুর দিকে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাইডেন প্রশাসনও এমনটিই ধারণা করছে।

আইডিএফ জানিয়েছে, মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং এটির ফলাফল পেতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, অভিযানের সময় সেনারা একটি ভবনের নিচতলায় সন্ত্রাসীদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। পরবর্তীতে তারা ভবনের ভেতরে ঢুকে দেখে যে, নিহতদের একজনের চেহারা সিনওয়ারের সঙ্গে বেশ মিলে যাচ্ছে।

সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল টুয়েলভকে সিনওয়ার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এর আগে, আইডিএফ জানিয়েছিল, ওই অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন কিনা তা তারা খতিয়ে দেখছে।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। আগস্টে তেহরানে হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের নেতা হিসেবে নিয়োগ পান।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.