এমিরেটস ট্রাভেল স্টোর এখন লন্ডনে

বিশ্বব্যাপী ৪০টি ট্রাভেল স্টোর চালুর সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। এরই অংশ হিসেবে সম্প্রতি লন্ডনে উদ্বোধন করা হলো ‘এমিরেটস ওয়ার্ল্ড’ শীর্ষক এমন একটি রিটেইল ট্রাভেল স্টোর। ইউরোপে এমিরেটসের এ জাতীয় স্টোর এটিই প্রথম।

লন্ডনের সাউথ ক্যান্সিংটন এলাকায় ক্রমওয়েল রোডে অবস্থিত এই স্টোরটিতে গ্রাহকরা এমিরেটসে ভ্রমণ অভিজ্ঞতার কিছুটা ফ্লেভার পাবেন। এমিরেটস প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদের পরিচিত করতে স্টোরটিতে স্থাপন করা হয়েছে প্রথম শ্রেণী ব্যাক্তিগত স্যুইট, এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের পূর্ণাকৃতি, অনবোর্ড লাউঞ্জ এবং প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর আসন।

২৭০ বর্গমিটার আয়তনের স্টোরটিতে ৭টি গ্রাহক সেবে কাউন্টার রয়েছে যেখানে গ্রাহকরা ফ্লাইট রিজার্ভেশন, টিকিটিং এবং সাধারণ অনুসন্ধান সুবিধা পাবেন। প্রতিটি কাউন্টারেই গ্রাহকদের ব্যাক্তিকেন্দ্রিক সেবা প্রদান করবেন অভিজ্ঞ ট্রাভেল কনসালটেন্ট।

স্মার্ট প্রযুক্তি, যেমন সেলফ সার্ভিস স্ক্রিন, সেলফি মিরর এর সাহায্যে গ্রাহকরা তাদের পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন গন্তব্যের মনোমুগ্ধকর দৃশ্যপটের সামনে ছবি তুলতে পারবেন। প্রয়োজনে, কোনও ট্রাভেল কনসালটেন্ট তাদের সহযোগিতা প্রদান করবেন।

এছাড়াও, এমিরেটস অফিসিয়াল স্টোরের বিভিন্ন পন্য এবং ভ্রমণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় আইটেম পাওয়া যাবে। গ্রাহকরা তাদের পছন্দমতো উড়োজাহাজ মডেল, বিভিন্ন ট্রাভেল গ্যাজেট অথবা, এমিরেটসের ব্র্যান্ডিংসহ উইম্বলডন ২০২৪ তোয়ালেসহ অনেক কিছুই ক্রয় করতে পারবেন।

এমিরেটস বর্তমানে যুক্তরাজ্যে ১৩৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। লন্ডনে এমিরেটস হিথ্রো, গ্যাটউইক এবং স্ট্যানস্টেড এ ফ্লাইট পরিচালনা করে এবং প্রতি সপ্তাহে লন্ডনে এবং লন্ডন থেকে ৪৫ হাজারের অধিক যাত্রী পরিবহণ করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.