লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।
এদিকে গাজাজুড়ে হামলায় একদিনে অন্তত ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ জন রয়েছেন আবু তামাইয়া পরিবারের। ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪৪ জনে। আহত হয়েছেন ৯৯ হাজার ১৩ জন।
এদিকে লেবাননে নিজ দেশের শান্তিরক্ষীদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছে ইতালি। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লেবাননে মোতায়েন সব ইতালীয় সৈন্যর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) এবং স্থানীয় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় এমন একটি পৃথক মিশনে সৈন্য মোতায়েন রেখেছে ইতালি। ইউনিফিলে এক হাজারেরও বেশি ইতালীয় সৈন্য কাজ করে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.