ব্রাজিল-আর্জেন্টিনার গোল উৎসব

সাম্প্রতিক সময়টা একেবারেই যাচ্ছিল না ব্রাজিলের। তবে চিলির বিপক্ষে দারুণ জয়ে স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। এবার সে ধারা পেরুর বিপক্ষেও ধরে রেখেছে দলটি। তবে এবারের জয়টি এলো দাপটের সঙ্গে। রাফিনিয়ার জোড়া গোলে পেরুর বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে পেরুকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে পেনাল্টি থেকে দুই গোল করেন রাফিনিয়া। পরে আদ্রেস পেরেইরা ও লুইস হেনরিক করেন আরও দুই গোল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান পোক্ত করল দরিভাল জুনিয়রের দল।

অপরদিকে টানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া আর্জেন্টিনা গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল। টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই।

বুধবার ১৬ অক্টোবর ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।

চোট থেকে ফেরার পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়ক মেসির দ্বিতীয় ম্যাচ। বুড়িয়ে গেলেও তিনি যে এখনও অপরিহার্য সেটার প্রমাণ দিয়েছেন তিনটি যান্ত্রব ফিনিশিং আর দুই অ্যাসিস্টে। স্বভাবসুলভ সৃষ্টিশীলতাই ফুটে উঠে এই ম্যাচে। ১৯তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগটাই নেন তিনি। আসে প্রথম গোল। তার পর বলিভিয়া গোলকিপার বেশ কয়েকটি সেভ করলে ব্যবধান বাড়তে সময় লাগছিল তাদের। বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে যায় ৪৩ মিনিটে। বাড়ে ব্যবধান। এবার মেসির ক্রস থেকে স্কোর ২-০ করেছেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে মেসির বানিয়ে দেওযা বলে স্কোর ৩-০ করেন হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ৫০ মিনিটে আর্জেন্টিনার আরেকটা গোল। ফ্রিকিক থেকে বল পেয়ে ক্রস করেছিলেন এঞ্জো ফার্নান্দেজ। বলিভিয়ান ডিফেন্ডারের ওপর লাফিয়ে ওঠে গোলটাও পেয়েছিলেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্ডি। কিন্তু, বিল্ডআপের সময়েই ছিল অফসাইড। বাতিল হয় সেই গোল। এরপর ভাসকারার দুই দফায় দারুণ সেইভে গোল পায়নি আর্জেন্টিনা। ৬৯ মিনিটে গোলের খাতায় নাম লেখালেন থিয়াগো আলমাদা। ক্রিশ্চিয়ান মেদিনার পাস থেকে আলতো টোকায় দলের হালি গোল পূরণ করেন এই স্ট্রাইকার।

৮৪ আর ৮৬ মিনিটে মেসির দুই গোল দেখলে খুব একটা আলাদা করে বর্ণনা দেয়ার সাধ্য হয়ত নেই। দুইবারই ডিবক্সের খানিক বাইরে থেকে বাম পায়ের বাঁকানো শট। লোয়ার কর্নারে সেই বল দুটো ঠেকানোর উপায় ছিল না বলিভিয়ান গোলকিপারের। একবার অ্যাসিস্ট করেছেন এজাকুয়েল পালাসিওস। আর অন্যটায় অ্যাসিস্ট করেছেন নিজের প্রথম ম্যাচ খেলতে নামা নিকো পাজ।

এদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাঝে কোপা আমেরিকাতেও হতাশ করেছে। তবে ঘরের মাঠে বুধবার পেরুর বিপক্ষে যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা। ঘরের মাঠে পেরুর জালে ব্রাজিল পুরেছে ৪ গোল । পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বলিভিয়া এবং পেরুকে হারানোর পর এবারই প্রথম টানা দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মাঝে বেশ কিছু ম্যাচে অপরাজিত থাকলেও পরপর দুই ম্যাচে জয় পাওয়া হয়নি সেলেসাওদের।

ভিনিসিয়ুস জুনিয়র নেই। শুরুর একাদশে রাখা হয়নি বিষ্ময়বালকের তকমা পাওয়া এন্ড্রিককেও। পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে সবচেয়ে বড় ভরসার নাম রাফিনিয়া। বার্সেলোনার হয়ে আছেন দুর্দান্ত ছন্দে। এবার দেশের জার্সিতেও সেই ফর্ম টেনে আনলেন। যদিও গোলটা ব্রাজিল পেয়েছে পেনাল্টি থেকেই। ৩৪ মিনিটের সেই পেনাল্টি সিদ্ধান্ত এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবাদে। আর তারও আগে ম্যাচের ২৪ মিনিটে সেলেসাওদের হতাশ করেছে ক্রসবার। এবারও নেপথ্যে সেই রাফিনিয়া। নাম্বার টেন রোলে খেলা এই তারকার দুর্দান্ত ভলি ফেরত আসে ক্রসবার থেকে। তা না হলে হয়ত গোলের ব্যবধান আরেকটু বাড়ত ব্রাজিলের জন্য। ভাগ্যটা অবশ্য ভালো অন্য দিক থেকেও। ১১ মিনিটে গোল হজম করলেও পেরুর গোল বাতিল হয় অফসাইডের কারণে।

এবারের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। বলিভিয়ার অর্জন ১২ পয়েন্ট। তারা এখনো আছে ৭ নম্বরে। প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.