রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট সংঘর্ষে আল আমিন চিশতী হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ অক্টোবর) তাকে কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক নুরুল হুদা চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এজাহারনামীয় ৪ নম্বর আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলে ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে আওয়ামী লীগের এলোপাতাড়ি হামলা ও গুলির মুখে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।
এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন আল আমিনের মা মনিহার বেগম (৪৫)।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.