আহতদের ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের সঙ্গে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢামেকে উপস্থিত হয়ে তারা পুরাতন বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আহতদের আর্থিক সহযোগিতা বাবদ প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন সরকারের এই দুই উপদেষ্টা।

উপদেষ্টারা জানান, এদিন সারাদেশে ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উপদেষ্টারা এ সহায়তা প্রদান করেন। এর মধ্যে ঢাকা মেডিকেলে ১৩২ জন আহতকে ১ কোটি ৩২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়৷

পর্যায়ক্রমে সারা দেশে এই আর্থিক সহায়তার কার্যক্রম চলবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে দেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে দেওয়া হচ্ছে এক লাখ করে টাকা।

আন্দোলনে হতাহতদের জন্য হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করা হয়েছে বলেও জানান তারা। ১৬০০০ নম্বরে সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।

এদিকে আন্দোলনকালীন সময়কার ঘটনায় কোনো মামলায় নিরীহ কাউকে হয়রানি না করা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে শহীদদের যেনো ভাগ করে না ফেলা হয় সেই আহ্বান জানান উপদেষ্টারা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.