হিজবুল্লাহর হামলায় ২০ জনেরও বেশি ইসরাইলি সেনা হতাহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহর এই হামলায় ২০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য হতাহত হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এতথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের তাল আল-মুদাওয়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে এবং মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। রবিবার সকালে দক্ষিণ লেবাননের রামিয়াতে এসব হামলার ঘটনা ঘটে।

এ সংঘর্ষে ইসরাইলি বাহিনীর একাধিক সদস্য নিহত এবং ১৭ জনেরও বেশি আহত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা মাঝারি ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এবং সংঘর্ষ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে।

এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাহসী প্রতিরোধের প্রমাণ দেখা গেছে, যা ইসরাইলি সেনাবাহিনীর জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হুমকি বয়ে এনেছে।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.