ইসরায়েলকে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধের আহ্বান বাইডেনের

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ও গুলি ছোড়া বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর গুলি চালানো বন্ধের আহ্বান ‘সম্পূর্ণ, ইতিবাচকভাবে’ জানাচ্ছেন তিনি।

লেবাননে শান্তিরক্ষীদের ওপর ৪৮ ঘণ্টায় দুটি হামলার ঘটনার পর বাইডেন এসব কথা বলেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বাইডেন এসব কথা বলেন।

শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে কাজ করা শ্রীলঙ্কার দুই সেনা আহত হওয়ার ঘটনাটির জন্য তাদের সেনারা দায়ী।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নাকুরায় জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ঘাঁটির আশপাশে কর্মরত আইডিএফ সেনারা বিপজ্জনক চিহ্ন দেখে গুলি চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি ‘সর্বোচ্চ মাত্রায়’ তদন্ত করা হবে।

বৃহস্পতিবার জাতিসংঘের বাহিনীর দুই ইন্দোনেশীয় সেনা একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পড়ে আহত হন। ওই পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোড়ার পর তাঁরা পড়ে যান।

ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ফ্রান্স, ইতালি ও স্পেন একটি যৌথ বিবৃতি দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে এর অবসান চেয়েছে তারা।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে তারা।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান জ্যঁ পিয়েরে ল্যাকরোইক্স বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে সরাসরি জাতিসংঘের অবস্থানস্থল লক্ষ্য করে যে কিছু গুলি ছোড়া হয়েছে, তা বিশ্বাস করার কারণ আছে। তবে তিনি এসব ঘটনার জন্য কাউকে দোষারোপ করেননি।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অভিযান চলছেই। ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.