মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অপপ্রচারের অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পিরোজপুর জেলা পুলিশ।
আটকরা হলেন- নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২৩) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।
আটক দুইজন ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ। তিনি বলেন, রাকিবুল ও সৈকত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আউয়াল সমর্থিত ছাত্রলীগের কর্মী।
পিরোজপুর পুলিশ জানায়, মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও কমেন্ট করার অভিযোগে তথ্য প্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.