লেবাননের রাজধানী বৈরুতে গতমাসে ইসরাইলি হামলায় নিহত ইরানি জেনারেল আব্বাস নিলফোরুশনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নিলফোরুশনের দেহ বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ ‘দাহিয়ে’র একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়।
আইআরজিসি’র গণযোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, নিলফোরুশন ছিলেন ইরানের অন্যতম সিনিয়র সামরিক উপদেষ্টা এবং অবিচল ও বুদ্ধিদীপ্ত সেনা কর্মকর্তা। তিনি ‘নির্দয় ও রক্তপিপাসু ইসরাইলের বর্বরতায়’ শহীদ হন।
আইআরজিসি’র বিবৃতিতে ইরানি এই জেনারেলের শাহাদাতে তার পরিবারবর্গের পাশাপাশি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে সমবেদনা জানিয়ে বলা হয়েছে, তার মরদেহ ইরানে নিয়ে আসা এবং জানাযা ও দাফন অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন জানায়, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহসহ সশস্ত্র গোষ্ঠীটির আরও কয়েকজন নেতা নিহত হন। নিহতদের মধ্যে নীলফরৌশনও ছিলেন।
ইরান ওই হামলার পাশাপাশি গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি পাশবিকতার প্রতিশোধ নিতে ১ অক্টোবর রাতে ইসরাইলের কয়েকটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের ওই হামলায় ইসরাইলি ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়; যদিও ক্ষতির ধরন ও পরিমাণ গোপন রেখেছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ‘ভয়ানক জবাব’ দেয়া হবে বলে হুমকি দিলেও তেল আবিব এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। ইরান বলেছে, ইসরাইল ইরানে হামলা চালালে তেলআবিবে তেহরানের পরবর্তী হামলা হবে আরো ভয়ঙ্কর। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.