রাজধানীতে অধিকাংশ সবজির দাম প্রায় ১০০ টাকা

টানা বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ব্যাপকহারে বেড়েছে। অধিকাংশ সবজির দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ কমলাপুর ও এজিবি কলোনি কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। মান ও বাজারভেদে এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা।

পাশাপাশি বাজারে এখন সব ধরনের সবজি অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। বাজারে শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। বরটির ও গাজরের কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। আবার এখন পরিবহণ খরচ অনেক বেশি পড়ছে। এজন্য সবজির দাম কিছুটা বেড়েছে।

খুচরা বিক্রেতারা এক কেজি উস্তার বিক্রি করছেন ১২০ থেকে ১৩০ টাকা। তবে করলা কিছুটা কম দামে অর্থাৎ এক কেজি করলা কিনতে ক্রেতাদের ৮০ থেকে ১০০ টাকা গুনতে হচ্ছে।

অপরদিকে ক্রেতার বলছেন, সবসময় নানা অজুহাত দেখিয়ে সবজির দাম বাড়ায় ব্যবসায়ীরা। এখন তারা নতুন অজুহাত পেয়েছে টানা বৃষ্টি।

কেজি ১০০ টাকা ছুঁয়েছে পটোল, ঝিঙা, কচুরলতি, কাঁকরোল ও বেগুনের। বিক্রেতারা এক কেজি পটোল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন। একই দামে বিক্রি হচ্ছে ঝিঙা। কচুরলতির কেজি ১০০ থেকে ১২০ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়।

বাজারে এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে ও কাঁচকলা। এক কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। কাঁচকলার হালি ৪০ থেকে ৪৫ টাকা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.