সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের চলমান রক্তক্ষয়ী আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করেছেন। বৈঠক থেকে বের হয়ে আব্বাস বলেন, তিনি বিন সালমানের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে তিনি বলেন, ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। আব্বাস আরাকচি একথার মধ্যদিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার দিকে ইঙ্গিত করেন।

ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সম্প্রতি ইসরাইলের দখলদার সেনারা গাজার আগ্রাসনকে লেবাননে ছড়িয়ে দিয়েছে এবং সেখানেও কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

আব্বাস আরাকাচি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় পার করছে তা থেকে উত্তরণের জন্য দূরদর্শিতা, গভীর জ্ঞান, সাহস এবং সহযোগিতা প্রয়োজন।

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেন আব্বাস আরাকচি। তিনি সেখানে বলেন, ভৌগোলিক নৈকট্যের কারণে দুই দেশ সবসময় বন্ধনে আবদ্ধ থাকবে এবং বিশ্বাসের মধ্যদিয়ে একে অপরের ভাই হয়ে থাকবে। একসাথে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব এই অঞ্চলকে নিরাপত্তা ও স্থিতিশীলতা দিতে পারে। এজন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.