দেশের শীর্সস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে ইউসিবির প্রধান কার্যালয়ে সাক্ষরিত হয় এ চুক্তি।
চুক্তির অধীনে, ইউসিবি গণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর টিউশন ফি সংগ্রহ এবং ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাবিল মুস্তাফিজুর রহমান ও এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির এসইভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো: সেকান্দার-ই-আজম, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল এবং বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.