নাইজেরিয়ার লাগোসে আবারও এমিরেটস ফ্লাইট

এমিরেটস এয়ারলাইন নাইজেরিয়ার লাগোসে আবারও তাদের যাত্রীবাহী ফ্লাইট সেবা চালু করেছে। বর্তমানে দৈনিক একটি করে ফ্লাইট চলাচল করছে। এই ফ্লাইটের যাত্রীরা ভায়া দুবাই ইউরোপ, যুক্তরাষ্ট্র, দূরপ্রাচ্য, বৃহত্তর মধ্যপ্রাচ্য ও জিসিসি ভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাবেন।

দুবাই- লাগোস রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর। উড়োজাহাজটির প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪২টি এবং ইকোনমি শ্রেণীতে ৩৪৬টি যাত্রী আসন রয়েছে। এমিরেটস দ্বিতীয় এয়ারলাইন হিসেবে এই রুটে প্রথম শ্রেণী অফার করছে। এমিরেটসের মালামাল পরিবহণ শাখা- স্কাইকার্গো উড়োজাহাজের বেলিহোল্ডে প্রতি সপ্তাহে লাগোসে এবং লাগোস থেকে ৩০০টনের অধিক বানিজ্যিক পন্য পরিবহণ করবে।

নাইজেরিয়া থেকে ভ্রমণকারী যাত্রীদের পরবর্তী গন্তব্যে ভ্রমণের পুর্বে দুবাইয়ে ৪৮ ও ৯৬ ঘন্টার ভিসা প্রাপ্তিতে সার্বিক সহায়তা করবে এমিরেটস এয়ারলাইন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.