দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি, আহত ৩

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, ডেলফট টাউন থেকে ৫ জন বাংলাদেশি জ্যাকবডাল যাবার পথে একটি গ্রামীণ রাস্তায় তাদের গাড়ি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মোহাম্মদ রানা ও আবদুল নামে দুজন মারা যান। গুরুতর আহত অন্য ৩ জন হলেন, মানিক, সুমন ও সোহাগ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বাকিদের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.