সৌদিতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবসহ একাধিক আরব দেশে সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। আসন্ন এ সফরের বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

তেহরানে একটি সম্মেলনের অবকাশে আরাকচি বলেছেন, গাজা গণহত্যার ধারাবাহিকতায় ইসরাইল লেবাননে যে নির্লজ্জ অপরাধযজ্ঞ শুরু করেছে তা প্রতিহত করার লক্ষ্যে ইরানের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রিয়াদসহ আরো কয়েকটি দেশের রাজধানী সফরে যাচ্ছি। এসব সফরে আমি লেবাননে নির্দয় ইসরাইলি হামলা বন্ধ করতে আঞ্চলিক দেশগুলোকে সঙ্গে নিয়ে সম্মিলিত পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।

সার্বিকভাবে গাজা যুদ্ধ প্রসঙ্গে ইরানের নীতি ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরসাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করা ইরানের মৌলিক নীতি। এই নীতি থেকে ইরান কখনো কোনো অবস্থায় সরে আসবে না।

প্রতিরোধ যুদ্ধের পাশাপাশি ইরান কূটনৈতিক উপায়ে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি বলেন, সংঘাত বন্ধ করে একটি গ্রহণযোগ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত করাই এখন আমাদের মূল লক্ষ্য। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। ইরানের সশস্ত্র বাহিনীকে সবোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.