এসবিএসি ব্যাংক পিএলসি এবং এলিটবাজের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে এলিটবাজ এসবিএসি ব্যাংককে প্রমোশনাল বাল্ক এসএমএসহ সংশ্লিষ্ট ডিজিটাল সেবা প্রদান করবে।
এসবিএসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং এলিটবাজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবু তালেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোঃ শরীফ আল কাশেম, আইসিটি ডিভিশনের প্রধান আবিদ হোসেন, এলিটবাজের সিনিয়র ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ সিফাত সালেকিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.