ইত্তেহাদ ক্লিন এনার্জী ডেভেলপমেন্টের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির অধীনে দুবাইয়ে অবস্থতি এমিরেটস ইঞ্জিনিয়ারিং সেন্টারে একটি বৃহৎ আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে। এনার্জী দক্ষতা বৃদ্ধি এবং টেকসইতা অর্জনের লক্ষ্যে এমিরেটস এই উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি ওয়ার্ল্ড গ্রীন ইকোনমি সামিট ২০২৪ চলাকালে দুবাই সুপ্রীম কাউন্সিল অফ এনার্জীর চেয়ারম্যান এবং একই সঙ্গে এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এবং দুবাই সুপ্রীম কাউন্সিল অফ এনার্জীর ভাইস-চেয়ারম্যান এবং দুবাই ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাঈদ মোহামেদ আল তায়ের এর উপস্থিতিতে চুক্তিটি সম্পাদিত হয়।
প্রকল্পের অধীনে এমিরেটস ইঞ্জিনিয়ারিং সেন্টারে সোলার ফটোভল্টেইক (পিভি) ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উন্নয়ন, প্রকৌশল, ক্রয়, নির্মান, পরীক্ষা ও কমিশনিং সহ বিশ বছরের জন্য পরিচালন ও রক্ষণাবেক্ষণ সেবা নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পটিতে ৩৯ হাজার ৯৬০টি সৌর প্যানেল স্থাপিত হবে যার মাধ্যমে এমিরেটসের প্রকৌশল স্থাপনায় ব্যবহৃত বিদ্যুতের ৩৭ শতাংশ সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে প্রতি বছর তের হাজার টনের অধিক কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে। প্রকল্পটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩৪,৩০১,৯৬০ কিলোওয়াট ঘন্টা।
দুবাইয়ে এমিরেটসের মালিকানাধীণ অন্য যেসকল স্থাপনায় সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, তার মধ্যে আছে এমিরেটস ফ্লাইট ক্যাটারিং সেন্টার এবং দা সেভেন স্টেডিয়াম।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.