ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে সেরা পারফর্মারদের স্বীকৃতি প্রদান

দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে অসাধারণ অর্জনের জন্য ২৫টি ক্যাটাগরিতে সম্মাননা লাভ করলেন ৩১ প্রতিষ্ঠান ও ব্যাক্তি। বাংলাদেশে প্রথমবারের মতো এই স্বীকৃতি প্রোগ্রামের আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক প্রকাশনা বাংলাদেশ মনিটর।

প্রোগ্রামে সার্বিক সহায়তা প্রদান করেছে প্রাইম ব্যাংক পিএলসি। পার্টনার হিসেবে ছিল অনলাইন ট্রাভেল এজেন্সী বাইটিকিটস, ভ্রমণ প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান স্যাবর এবং জনপ্রিয় চায়ের ব্র্যান্ড হালদা ভ্যালি।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পাটা) চেয়ারম্যান পীটার এ. সীমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোঃ জাবের, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং জুরি বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির।

এওয়ার্ড প্রোগ্রামের লক্ষ্য ব্যাখ্যা করে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও এক্সিলেন্স অর্জনে সহায়তা করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন এই এওয়ার্ড প্রোগ্রাম। অনন্য সাধারণ অর্জনের জন্য পেশাজীবীকে স্বীকৃতি জানানোর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের পেশাজীবীদের অনপ্রাণিত করতে চাই যারা বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখতে পারেন”।

পাটা চেয়ারম্যান পীটার এ. সীমন আশা প্রকাশ করেন, “অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ফ্যাক্টরগুলোর মধ্যে সঠিক ভারসাম্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত বিকশিত হবে এবং যার মাধ্যমে সারাদেশের মানুষ ইতিবাচকভাবে সমৃদ্ধ হবে”।

তিনি আরও বলেন, “পাটা বাংলাদেশের এই যাত্রায় সহযোগি হতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মাত্রাতিরিক্ত পর্যটন হুমকি হ্রাসে বাংলাদেশকে টেকসই চর্চা অবলম্বন করতে হবে”।

মোট ১৮৪টি এন্ট্রির মধ্য থেকে, বিভিন্ন পেশা ও সামাজিক গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে। বিচার প্রক্রিয়া কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল প্রেজেন্টেশনের গুণগত মান, অনলাইন পাবলিক ভোটিং, বিশেষজ্ঞদের মতামতসহ অন্যান্য বিষয়। বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনে রেকর্ড সংখ্যক ১০৮,০০০ হাজার ভোট পড়ে। বিজয়ী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের তালিকা আলাদাভাবে সংযুক্ত করা হলো।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ভ্রমণ পর্যটন ও আতিথেয়তা শিল্পের শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ, বিজনেস এলাইট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গনমাধ্যম প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.