ব্যাংকগুলোর শাখায় গ্রাহক উপস্থিতি চোখে পড়ার মতো। তবে এটিএম বুথগুলোতে গ্রাহক সংখ্যা একেবারে কম। সোমবার (৭ অক্টোবর) ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় দেখা যায়, নগদ জমা কাউন্টারে গ্রাহক বেশি। পাশাপাশি নগদ উত্তোলন কাউন্টারেও গ্রাহক দেখা গেছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকে একই চিত্র দেখা গেছে। সব ব্যাংকেই গ্রাহক সংখ্যা অনেকটা চোখে পড়ার মতো।
বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংকের শাখাগুলো ঘুরেও বেশ ভালো সংখ্যক গ্রাহক উপস্থিতি দেখা গেছে।
তবে একই এলাকার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে গ্রাহকদের দেখা যায়নি। অধিকাংশ ব্যাংকের বুথে শুধু নিরাপত্তা কর্মী অবস্থান করছেন।
তবে গ্রাহক উপস্থিতি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট’সহ কেউ কথা বলতে রাজি হননি। তারা বলছেন, তাদের অনেক বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.