এক্সপ্রেস মানি’র মাধ্যমে পাঠানো রেমিটেন্স তোলা যাবে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে

সংযুক্ত আরব আমিরাতে থাকা সকল প্রবাসী বাংলাদেশীদের অর্জিত বৈদেশিক মুদ্রা এক্সপ্রেস মানি’র মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবেন, যা মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের স্বজনরা অত্যন্ত সহজ ও স্বল্পতম সময়ে এবং নিরাপদে তোলতে পারবেন।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ কান্ট্রি হেড নুর ই ফেরদৌশি কেক কেটে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।

উদ্বোধনি অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি- মোঃ জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.