হরিয়ানায় ও জম্মু-কাশ্মীরে ক্ষমতায় ফিরছে কংগ্রেস: বুথফেরত জরিপ

ভারতে গোবলায়ের রাজ্য হরিয়ানার বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস পার্টি।

এছাড়া জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। সেক্ষেত্রে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। প্রায় সব বুথ ফেরত জরিপেই মিলেছে এমন পূর্বাভাস।

রবিবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

এনডিটিভি জানিছে, অন্তত ৭ টি বুথফেরত সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ৫৫ আসন পেতে পারে কংগ্রেস। অর্থাৎ, এককভাবে সরকার গঠন করতে পারে কংগ্রেস।

২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসন সংখ্যা ৯০। আর ম্যাজিক ফিগার হল ৪৬। এবারের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস সত্য হলে হরিয়ানায় বিজেপি’র ক্ষমতাচ্যুত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসন। এর মধ্যে ৪৩টি আসন পেতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট; যেখানে সরকার গড়তে প্রয়োজন হবে ৪৬ আসন।

বুথফেরত জরিপের ফল একে বারে হুবাহুব মিলে যায়, এমনটা নয়। গত লোকসভা নির্বচনে প্রায় প্রতিটি বুথফেরত জরিপের ফলাফলই ভুল প্রমানিত হয়েছিল।

ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৪০-৪৮টি আসন পেতে পারে ইন্ডিয়া (কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স)। কাশ্মীর এলাকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯-৩৩টি আসন। বিজেপি একটি আসনে জিততে পারে।

ধ্রুব রিসার্চের সমীক্ষায় অনুযায়ী, ৫৭-৬৪টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপি’র ঝুলিতে যেতে পারে ২৭-৩২টি আসন। অর্থাৎ, আরও একটি সমীক্ষায় বিজেপি সরকারের পতনের আভাস দেওয়া হয়েছে।

পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন।

আরও তিনটি বুথফেরত জরিপের সমীক্ষা বলছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স পেতে পারে ৪৩ আসন। আর বিজেপি পেতে পারে ২৬ টি আসন, যা জাদুসংখ্যা থেকে অনেক কম।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপির ১০ মন্ত্রী এবার প্রার্থী হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২ মন্ত্রী এ বার ভোট বৈতরণি পার হতে পরেছেন। বাকি ৮ জনই পরাস্ত হয়েছেন।

শনিবার সকাল থেকে হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলেছে। হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হয়েছে। মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার কথা।

অর্থসূচক/এএকে/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.