জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরের ও তার স্ত্রী ফাহমিদা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত।
রবিবার (৬ অক্টোবর) ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে এ নিষেধজ্ঞা দেন।
প্রসঙ্গত,এনএসআই’র সাবেক এই মহাপরিচালক বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। জোবায়ের ও তার পরিবারের সদস্যদের নামে লন্ডনে ৩৫ কোটি টাকা মূল্যের বাড়ি, ঢাকায় একাধিক ফ্ল্যাট, সাভারে বহুতল ভবন, গাজীপুরে রিসোর্ট-বাড়িসহ বিভিন্ন এলাকায় অঢেল সম্পদ থাকার একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধিন রয়েছে।
অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানিছেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগটি জমা পড়ে। এতে তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ছাড়াও মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বলে উল্লেখ রয়েছে। অভিযোগটি দুদকের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
টি এম জোবায়েরকে ২০১৮ সালের ৩১ জুলাই এনএসআইয়ের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার। প্রায় ৬ বছর এ পদে দায়িত্ব পালন শেষে গত ৩১ মার্চের এক আদেশে তাকে মাতৃসংস্থা সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। সম্প্রতি তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.