সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির চিরচেনা দৃশ্যগুলো যেন হারিয়ে গেছে। হোটেলগুলো ফাঁকা, রাস্তার ধারে পড়ে আছে বিক্রি না হওয়া পাহাড়ি ফল, পর্যটকবাহী জিপগুলোও অলস পড়ে আছে।
এসময় পর্যটকে মুখর থাকার কথা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো। এমন পরিস্থিতি বিবেচনায় এখন এলাকা ভ্রমণে দর্শনার্থীদের নিরুৎসাহিত করছে প্রশাসন।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে পর্যটন স্পটগুলোতে প্রতিদিন প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হচ্ছে, গত দুই সপ্তাহে ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
এর আগে, এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের শেষের দিকে পার্বত্য জেলাগুলোতে পর্যটকদের আনাগোনা প্রায় তিন মাস কম ছিল। এরপর পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে এবং পাহাড়ি পর্যটন খাত ঘুরে দাঁড়াতে শুরু করছিল।
জুলাইয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন শুরুর আগ পর্যন্ত ভালোই চলছিল এ অঞ্চলের পর্যটন।
এরপর আগস্টে সরকারের পদত্যাগের পরের পরিস্থিতি এবং পরবর্তীতে পাহাড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে পর্যটন খাতের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা যেন মুখ থুবড়ে পড়ে।
এ অস্থিরতার মধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন গতকাল সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে নির্দেশনা জারি করেছে। এটিকে ভরা পর্যটক মৌসুমে ‘পাহাড়ের রানি’ খ্যাত জেলাটির পর্যটন ও পর্যটনকেন্দ্রীক অন্যান্য ব্যবসার জন্য আরেক ধাক্কা মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.