হামলা হলে জবাব হবে কঠোরতর: লেবাননে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেহরান তার ‘কঠোরতর জবাব’ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

চলমান ইসরাইলি আগ্রাসনের শিকার লেবানন সফরে গিয়ে শুক্রবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আরাকচি বলেন, আমরা আমাদের হামলা চালিয়ে যেতে চাই না। তবে ইসরাইল যদি নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব এবং সে জবাব হবে আগের চেয়ে কঠোর। এ ধরনের আগ্রাসনের ইরানি জবাব হবে ‘সমানুপাতিক ও সম্পূর্ণ হিসাব-নিকাশের ভিত্তিতে।’

ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন।

ইসরাইলি আগ্রাসনের শিকার লেবাননের প্রতি সংহতি জানাতে বর্তমানে বৈরুত সফর করছেন আব্বাস আরাকচি। তিনি এমন সময় বৈরুত সফরে গেছেন যখন প্রায় প্রতিদিন ওই রাজধানী শহরের একাংশে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। শুক্রবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.