নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নৌকা ডুবে অন্তত ৬০ জন নিহত হয়েছে। নৌকাটিতে বেশিরভাগই নারী ও শিশু ছিল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মকওয়া স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান জিবরিল আব্দুল্লাহি মুরেগি জানান, প্রায় ৩০০ যাত্রী বহনকারী কাঠের নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে এক বিবৃতিতে মুরেগি বলেন, বার্ষিক মওলুদ উদযাপন শেষে নৌকাটি মুন্ডি থেকে গাবাজিবোতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
তবে কি কারণে নৌকাটি ডুবে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত যাত্রী বহন করা এবং দুর্বল রক্ষণাবেক্ষণই নাইজেরিয়ান নৌপথে বেশিরভাগ নৌ দুর্ঘটনার জন্য দায়ী।
অর্থসূচক/এএকে/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.