ক্রমবর্ধমান যাত্রীচাহিদা পূরণে এমিরেটস এয়ারলাইন দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে দৈনিক চতুর্থ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। আগামী ১ মার্চ ২০২৫ থেকে এই চতুর্থ ফ্লাইটটি চলাচল করবে।
উল্লেখ্য, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দুবাই- জোহান্সবার্গ রুটে এমিরেটসের বিলাসবহুল দ্বিতল এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে দৈনিক দ্বিতীয় ফ্লাইট পরিচালিত হচ্ছে।
চতুর্থ দৈনিক ফ্লাইটটি পরিচালিত হবে তিন শ্রেণী বিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০। এর ফলে, এই রুটে প্রতিদিন অতিরিক্ত ৭০৮টি যাত্রী আসন পাওয়া যাবে। নতুন ফ্লাইটটি চলু হলে প্রতি সপ্তাহে অতিরিক্ত আরও ৩০০টন মালামাল পরিবহণ করতে পারবে এয়ারলাইনটি।
এমিরেটসের সঙ্গে সাউথ আফ্রিকান এয়ারওয়েজ, এয়ারলিংক, সীমএয়ার ও ফ্লাই সাফারির সঙ্গে সম্পাদিত কোড শেয়ার ও ইন্টারলাইন চুক্তির ফলে এমিরেটস যাত্রীরা ভায়া জোহান্সবার্গ আফ্রিকার আরও ৬০টি আঞ্চলিক গন্তব্যে নিরবিচ্ছিন্নভাবে ভ্রমণ করতে পারবেন।
জোহান্সবার্গ ছাড়াও এমিরেটস দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ডারবান এ নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করে। জোহান্সবার্গ ও কেপটাউনে প্রিমিয়াম গ্রাহকদের জন্য রয়েছে এমিরেটসের বিলাসবহুল দুটি লাউঞ্জ। প্রিমিয়াম গ্রাহকদের জন্য তিনটি বিমানবন্দরের ক্ষেত্রে সৌজন্যমূলক লিমুজিন সেবা প্রদান করে থাকে এমিরেটস।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.