বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৩৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দুপুর ৩ টায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সভাটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে “Business Group Affiliation, Political Connections and Cost of Debt: Empirical Evidence from Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন মিয়া।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (চলতি দায়িত্ব) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা।

ড. মুহাম্মদ শাহীন মিয়ার সাথে আলোচ্য গবেষণা প্রবন্ধের সহযোগী লেখক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অদিতি শামস ও বিআইসিএম’র প্রভাষক মোঃ আদনান আহমেদ।

উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.