ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে আর্থিক সহায়তা দিলো শাহ্জালাল ইসলামী ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (০১ অক্টোবর) সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নবাবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু সংখ্যক পরিবারকে তাদের বসতঘর পুননির্মাণ ও মেরামতে আর্থিক সহায়তা প্রদান করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে উক্ত অনুদানের চেক প্রদান করেন।

উক্ত অনুদানের চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের বারুয়াখালী শাখার ব্যবস্থাপক প্র্যাট্রিসিয়া সেলিন গোমেজ এবং বান্দুরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুজ্জামান-সহ ব্যাংকের বান্দুরা, বারুয়াখালী ও জয়পাড়া শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.