খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুজ্জামান।

জানা গেছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ধর্ষণের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার বেলা ৩টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর।

এই ঘটনার পর বিষয়টি পাহাড়ি-বাঙালি সংঘর্ষে রূপ নেয়। বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি তুলতে গিয়ে নাজেহাল হন তিন সাংবাদিক। পরিস্থিতির অবনতি প্রতিরোধে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.