ফের অধিনায়কত্ব ছাড়লেন বাবর

গত ওয়ানডে বিশ্বকাপের পর হুট করেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর অবশ্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কথায় আবারও সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে ফেরেন তিনি।

আবার অধিনায়কত্ব কাঁধে নিলেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না বাবর। তাই আবারও নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বাবর লিখেছেন, ‘পাকিস্তানের ছেলেদের দলেরর অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দিতে পারা অবশ্যই বড় সম্মানের। তবে সময় হয়েছে এখান থেকে সরে দাঁড়ানোর এবং খেলোয়াড় হিসেবে ভূমিকায় মনোযোগ দেওয়ার।’

বাবরের অধিনায়কত্ব ছাড়ার সবচেয়ে বড় কারণ যে তার ব্যাটিং তা স্পষ্ট হয়েছে তার পরবর্তী কথায়। তিনি লিখেছেন, ‘নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে উল্লেখযোগ্য্য পরিমাণের বাড়তি কাজ করতে হয়। আমি নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ এনে দেয়। সরে দাঁড়ানোয় সামনের পথচলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলা ও ব্যক্তিগত উন্নতির চেষ্টায় বেশি প্রাণশক্তি পাব।’

গত নভেম্বরে বাবর প্রথম দফায় নেতৃত্ব ছেড়ে দেয়ার পর পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় শান মাসুদকে। সাদা পোশাকে দলটির নেতৃত্ব আছে এখনও তার কাঁধেই। আর বাবরের অবর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল শাহীন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজ পরেই অধিনায়কত্ব কেড়ে নেয়ায় ফের হয়তো সেই নেতৃত্ব নিতে চাইবেন না পাকিস্তানের এই পেসার। এখন দেখার বিষয় পাকিস্তানের সীমিত ওভারের নেতৃত্ব পান কে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.