পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিকরা সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগরা এলাকায় তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গছে, ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশির ভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে।

‘মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে থাকেন। তাই কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও আমাদের সঙ্গে বিক্ষোভ করছেন।’

বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে আহ্বান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোড়া শুরু করেন। ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশির ভাগই বাসায় চলে যান।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলেন, ‘চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের পর অবরোধ সৃষ্টি করেছেন। শিল্পপুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।’

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.