ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে ইরানের ক্ষেপণান্ত্রের আঘাত মোকাবেলায় মার্কিনবাহিনীকে প্রস্তুত থাকার নির্দশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বুধবার (২ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় বৈঠকটি বসার কথা রয়েছে।
নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, তাঁর দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্তহত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হামলার প্রতিশোধ নেওয়া হবে।
হাগারির এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ২০০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর পরই বিবৃতিতে বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেনের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনাও।
সম্ভাব্য এ হামলার শঙ্কায় আগেই ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এই হামলার সময় নতুন নির্দেশনা দিয়েছেন বাইডেন। এর আগে গত ১৩ এপ্রিল তেহরানের হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। এ দিনও বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী টার্গেট হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট। পেন্টাগনের তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।
গত শুক্রবার লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরই এ ধরনের হামলার ব্যাপারে সব পক্ষ সতর্ক অব্স্থানে ছিল। মঙ্গলবার রাতে সে হামলা চালিয়ে তেলআবিবের মাটি নাড়িয়ে দিয়েছে ইরান।
অর্থসূচক/এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.