ইসরায়েলি আগ্রাসনে বাড়ল তেলের দাম

ফিলিস্তিনের গাজায় ও লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত তেল ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেল প্রতি বেড়েছে ১ দশমিক ১২ ডলার। শতাংশ হিসেবে, ১.৫৬% বেড়ে ৭৩.১০ ডলারে পৌঁছেছে। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য রাখা অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। এর বাইরে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি দাম ৯৩ সেন্ট বেড়ে ৬৯ দশমিক ১১ ডলার হয়েছে।

ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন, তেলের বাজারের জন্য অতিরিক্ত সরবরাহ একটি প্রধান উদ্বেগের বিষয়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলব্যাপী সংঘাত মূল উত্পাদনকারী অঞ্চলগুলোর সরবরাহকে প্রভাবিত করতে পারে।

প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা সহ একাধিক নেতা নিহত হয়েছেন এবং বৈরুতে হামলায় হিজবুল্লাহ প্রধানের সাথে থাকা ফিলিস্তিনের অনকে প্রতিরোধ কমান্ডার নিহত হয়েছে। ফলে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিরাজ করছে ব্যাপক ক্ষোভ । তার নিতে চায় তাদের নেতা হত্যার প্রতিষোধ।

এর আগে, হিজবুল্লাহ প্রধানকে হত্যার জের ধরে ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ করে লেবানন থেকে কয়েক দফা রকেট হামলা চালান হয়। হত্যার পর রোববার ইয়েমেনের হুথি মিলিশিয়া বাহিনী এবং লেবাননজুড়ে কয়েক ডজন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে ইসরায়েল।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, হিজবুল্লাহর ওপর ইসরায়েলের চূড়ান্ত হামলার প্রেক্ষাপটে সরবরাহ ও চাহিদার গতিশীলতায় তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।

অর্থসূচক/ এএকে/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.