ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও শারীরিক উপস্থিতির সমন্বয়ে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ এ শেষ হওয়া বছরের জন্য পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ অনুমোদন করে নি। সভায় ২০২৩ সালের নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদনসহ প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অনুমোদন করা হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত কোম্পানির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেফতাউল করিম অনলাইনে উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সভাপতিত্ব করেন। উক্ত সভা শেয়ারহোল্ডাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংগঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা- সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক-মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মোঃ এনামুল হাসান।
এছাড়া ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ আবু বকর সিদ্দিক এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) আসাদুজ্জামান এবং সকল নির্বাহী উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর বলেন, “আমাদের কোম্পানির ঋণ ও দায়কে মূলধনে রূপান্তরের অর্থাৎ পুনর্গঠনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নেট পরিচালন তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শেয়ার প্রতি ২১.০২ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সেকেন্ডারি মার্কেটে ৮.১৭ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে।“
নতুন নিরপেক্ষ সরকারের অধীনে পিকে হালদার এবং তার সহযোগীদের দ্বারা পাচারকৃত অর্থ পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানের আমানতকারীদের কাছে সেই অর্থ ফেরত দিতে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.