এ বছর ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট ফর ইক্যুইটিস ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে শান্তা ইক্যুইটি। দেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ইক্যুইটি বাজারের লেনদেনে অসাধারণ সাফল্যের ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে বলে মনে করছে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকটি।
ইউরোমানি মূলত লন্ডন-ভিত্তিক অর্থ ও বাণিজ্যবিষয়ক একটি মাসিক ম্যাগাজিন। বিশ্বব্যাপী ব্যাংকিং ও পুঁজিবাজার নিয়ে সংবাদ পরিবেশন ছাড়াও প্রতিবছর তারা ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে বিভিন্ন দেশের পুঁজিবাজারে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে। প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং স্বাধীন তথ্যের ভিত্তিতে কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে মনোনীত করা হয়।
শান্তা ইক্যুইটি ২০২২ সালের জানুয়ারীতে তাদের কার্যক্রম শুরু করে । ইতিমধ্যেই তারা বাংলাদেশের পুঁজিবাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের আসন পোক্ত করেছে। এছাড়াও, উদ্ভাবনি কর্পোরেট অ্যাডভাইজরি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অদূর ভবিষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইপিও তালিকাভুক্তির পরিকল্পনা রয়েছে শান্তা ইক্যুইটির।
ইউরোমানি অ্যাওয়ার্ড প্রসঙ্গে শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা, রুবায়েত-ই-ফেরদৌস বলেন, ‘ইউরোমানি থেকে আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়ে আমরা অনুপ্রাণিত! শান্তা ইক্যুইটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা উন্নত গ্রাহক সেবা এবং উদ্ভাবনী সমাধানের পাশাপাশি স্বচ্ছতা, পেশাদারিত্ব, এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের উৎকর্ষ সাধন করতে চেয়েছি। সামনের দিনগুলিতে, আমরা আমাদের বিনিয়োগকারী এবং অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।’
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.