মদ্যপ অবস্থায় ইলেট্রিক স্কুটার চালানোর দায়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে সাড়ে ১১ হাজার ডলার বা করিয়ান টাকায় দেড় কোটি ওন জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
মদ্যপ অবস্থায় স্কুটার চালিয়ে পুলিশের কাছে ধরা পড়ে সুগা। এরপর সুগাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিউলের একটি আদালতে তোলা হয়।
গত আগস্টে বাড়ির কাছেই এক রাস্তায় স্কুটার নিয়ে প্রায়-অচেতন অবস্থায় পড়ে ছিলেন সুগা। সেখান থেকে তার উঠে দাঁড়ানোর চেষ্টা দেখেই সন্দেহ করেন পুলিশ সদস্যরা। রক্ত পরীক্ষার পর তার শরীরে অ্যালকোহল শনাক্ত হয়। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিউলের একটি জেলা আদালত তাকে এই অপরাধে জরিমানা করে। আদালত তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে।
আগস্টে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ক্ষমা চান সুগা। তিনি বলেন, মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানো নিষেধ, এটা তার মাথায় ছিল না।
এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার স্বীকার হন এই র্যাপার। এমন কী, অনেকে তাকে বিটিএস ছেড়ে যাওয়ারও আহ্বান জানান। পপ তারকাদের কাছ থেকে সাধারণত এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ প্রত্যাশা করে না দক্ষিণ কোরিয়ায় মানুষ। তবে এ সময় সুগার অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে পাশে থেকেছেন।
৩১ বছর বয়সী এই কে-পপ তারকা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তবে নিয়মিত দায়িত্বের জন্য তিনি শারীরিকভাবে অনুপযুক্ত প্রমাণ হওয়ায় বাহিনীর সামাজিক সেবা এজেন্ট হিসেবে কাজ করছেনে এই কে-পপ তারকা।
অর্থসূচক/এএকে/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.