বেরসিক বৃষ্টির ফলে কানপুর টেস্টের প্রথম দিনের দুপুর নাগাদ পরিত্যক্ত করা হয়েছিল সেদিনের খেলা।বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় এবং তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। প্রায় আড়াইদিনের অপেক্ষা শেষে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে ব্যাটে-বলের লড়াই। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
আড়াই দিনের অপেক্ষা শেষে খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারে আকাশ দীপের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। অন্য প্রান্তে ভারতের অধিনায়কের পছন্দ ছিলেন জসপ্রিত বুমরাহ। বল হাতে নেয়ার পর থেকেই মুশফিকুর রহিমের বিপক্ষে অফ স্টাম্পের বাইরে একই লেংথে বোলিং করে যাচ্ছিলেন ডানহাতি এই পেসার। ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর বুমরাহর ডেলিভারিগুলো ছেড়ে দিচ্ছিলেন মুশফিক।
বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারকে ফেরাতে এবার একটু ফুলার লেংথে ফেলে একটু ভেতরে ঢোকালেন বুমরাহ। আগের মতো এবার ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাকে। ৩২ বল খেলা এই ব্যাটার করেছেন ১১ রান।
অর্থসূচক/এএইচআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.