বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক খামারির পাশে বাকৃবি শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক খামারি কৃষককে গবাদিপশুর চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, লাম্পি স্কিন রোগের টিকাদান, উন্নতজাতের ঘাসের বীজ বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিএইচডি শিক্ষার্থীরা। এর মধ্যে ২০০ গরুকে লাম্পি স্কিন রোগের (এলএসডি) টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি দরিদ্র পরিবারের মধ্যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করে তাদের পুনর্বাসনে সহায়তা করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ‘সমন্বিত পশুচিকিৎসা সহায়তা ও টেকসই খাদ্য কর্মসূচি’ শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করে বাকৃবি পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল গ্রামের প্রায় ২০০ খামারিকে উন্নত জাতের অস্ট্রেলিয়ান সুইট জাম্বু হাইব্রিড ঘাসের বীজ ও পাকচুং ঘাসের কাটিং সরবরাহ করা হয়। এ ছাড়া ২০০টি গরুকে লাম্পি স্কিন রোগের টিকা দেওয়া হয়। অভিজ্ঞ প্রাণী চিকিৎসকরা গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করেন।

ক্যাম্পেইনে বিশেষজ্ঞরা কৃষকদের মাছ চাষ, পশুপালন ও ঘাস চাষ নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণ ও সচেতনতামূলক লিফলেট প্রদান করেন। বাকৃবির পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের টিমের পরিচালনায় এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।

ক্যাম্পেইনে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো হলো– বিকন বাংলাদেশ, আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট, ব্রাদারস অব ল্যাব ’৯৫, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বিডি এবং বাকৃবি পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.