রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
স্থানীয়দের ধারণা দুইজনকে গত ২৬ সেপ্টেম্বর যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। আজকে মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে এলাকার লোকজন গন্ধ পেয়ে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার যেকোনো সময় দুর্বৃত্তরা এই দুইজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.