আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ৮০০ কেজি ইলিশ বোঝাই দুটি ট্রাক যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ভারতে প্রবেশ করবে গাড়িগুলো।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির।
তিনি বলেন, বুধবার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো ইলিশ রপ্তানি হয়নি। তবে এ স্থলবন্দর দিয়ে ২ হাজার ৪০০ টনের বেশি ইলিশ রপ্তানির অনুমোদন আছে। আজ থেকে ইলিশ রপ্তানির হওয়ার সম্ভাবনা আছে।
দেশের ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১,১৮০ টাকা মূল্য রপ্তানি হচ্ছে। চলতি বছরের প্রথম চালানে ৮০০ কেজি ইলিশ রপ্তানি করছে ঢাকার সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালি এন্টারপ্রাইজ।
জানা যায়, ইলিশ ছাড়করণে বন্দর ও কাস্টমসের প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের কাজ করেছে বাংলাদেশ লজিস্টিক নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.