লন্ডন স্ট্যান্ডস্টীড বিমানবন্দরে এমিরেটস লাউঞ্জ উদ্বোধন

এমিরেটস এয়ারলাইন সম্প্রতি লন্ডনের অন্যতম ব্যাস্ত বিমানবন্দর লন্ডন স্ট্যান্ডস্টীডে তাদের নিজস্ব একটি লাউঞ্জ উদ্বোধন করেছে। ৯০০ বর্গমিটার আয়তনের বিলাসবহুল এই লাউঞ্জটি নির্মানে ব্যয় হয়েছে চার মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রী এবং এমিরেটস লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের সর্বোচ্চ ১২৫ জন একসাথে এই লাউঞ্জ সেবা নিতে পারবেন।

এটি যুক্তরাজ্যে এমিরেটসের ষষ্ট বিমানবন্দর লাউঞ্জ। অন্য যেসকল বিমানবন্দরে এয়ারলাইনটির নিজস্ব লাউঞ্জ রয়েছে তার মধ্যে লন্ডন হিথ্রো, লন্ডন গ্যাটউইক, বার্মিংহাম, গ্লাসগো এবং ম্যানচেস্টার।

বহিঃগমন গেইটের স্যাটেলাইট-১ অবস্থিত সুপরিসর ও দৃষ্টিনন্দন লাউঞ্জটিতে আলাদা ডাইনিং এবং রিল্যাক্স এলাকা রয়েছে। সৌজন্যমূলক ওয়াইফাই, শাওয়ার ও অন্যান্য সুবিধাসহ গ্রাহকদের জন্য ব্যাতীক্রমী খাবার ও পানীয় এর ব্যবস্থাও বিদ্যমান। সাসেক্স ভিত্তিক কৃষি খামার ফুল সার্কেলসের সঙ্গে পার্টনারশীপ এর মাধ্যমে ‘ফার্ম টু টেবল’ ফুড কনসেপ্ট প্রবর্তন করা হয়েছে লাউঞ্জটিতে। এর মাধ্যমে গ্রাহকরা মৌসুমী তাজা ও অর্গানিক শাকসবজি এবং স্থানীয় বিভিন্ন ডিস আস্বাদনের সুযোগ পাবেন।

বর্তমানে বিশ্বব্যাপী এমিরেটস নেটওয়ার্কে নিজস্ব ৪০টি বিমানবন্দর লাউঞ্জ পরিচালিত হচ্ছে এবং প্রিমিয়াম যাত্রীরা স্বতন্ত্র লিমুজিনে পরিবহণ সেবা পাচ্ছেন।

বর্তমানে দুবাই এবং লন্ডন স্ট্যান্ডস্টীডের মধ্যে সপ্তাহে ১৪টি নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.